শিরোনামঃ-

» আশুলিয়ায় শিক্ষক হত্যার প্রতিবাদে বামাসশিস সিলেটের মানববন্ধন

প্রকাশিত: ০৩. জুলাই. ২০২২ | রবিবার

হত্যাকারী জিতুকে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি

স্টাফ রিপোর্টারঃ
আশুলিয়ায় শিক্ষক হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতি সিলেটের উদ্যোগে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩ জুলাই) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে মানবন্ধনটি বৃহৎ প্রতিবাদসভায় রূপ নেয়।
এসময় বক্তারা হত্যাকারী জিহাদের দৃষ্ঠান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়ে বলেন, অশিক্ষিত-কুশিক্ষিত ম্যানেজিং কমিটির ক্ষমতার অপব্যবহারে আমাদের শেষ ভরসাস্থল মান-সম্মানও আমরা হারালাম। ক্ষমতার এমন অপপ্রয়োগকারী প্রশাসন কিংবা ম্যানেজিং কমিটি আমরা চাই না। নৈতিক ও মানবিক বাংলাদেশে আজ উল্টো চিত্র। সর্বক্ষেত্রে শিক্ষকেরা লাঞ্চনার শিকার। কুলাঙ্গার জিতু তার শিক্ষককে হত্যা করেছে, আগামীতে হয়তো সে তার বাবা মা-কে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না।

বামাসশিস সিলেটের সভাপতি ও দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. সমশের আলী’র সভাপতিত্বে এবং বামাসশিস সিলেটের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ নেছার আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিন্দ্র কুমার দাস, বামাসশিস সিলেট মহানগরের সভাপতি ও রসময় মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ.ক.ম আব্দুজ জাহির, সিনিয়র সহসভাপতি ও দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লুৎফুর রহমান চৌধুরী, সহসভাপতি ও দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুল কাহহার, সহসভাপতি জহুরা আক্তার খানম, বামাসশিস সিলেট মহানগরের সাধারণ সম্পাদক ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম, আব্দুল গফুর ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান, বামাসশিস সদর উপজেলার সভাপতি শিশির কান্ত দেবনাথ, বামাসশিস গোলাপগঞ্জ উপজেলার আহ্বায়ক মো. আব্দুল হামিদ, সদস্য সচিব মো. ফয়ছল আহমদ, সিলেট মহানগরের সাংগঠণিক সম্পাদক মো. ইউছপ মিয়া মিলন, মো. আব্দুর রউফ,  মোছা. আমিনা বেগম, পিডিবি উচ্চ বিদ্যালয়ের মো. বদরুল ইসলাম, এমপিওভূক্ত অনলাইন পরিষদের কেন্দ্রিয় সহসভাপতি নুরুল আমিন হেলালী, প্রচার সম্পাদক মো. রাজু আহমদ, সাংগঠণিক সম্পাদক আশরাফুজ্জামান হানিফ, মফির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, জীবন কৃষ্ণ সরকার, রিমা খানম, পিয়া রায়, মোছা. নাজমিন বেগম, জাফর আলী, মো. কবির আহমদ, মো. ইকবাল হোসেন, মো. আব্দুল মতিন ও দ্বিপিকা রাণী দাস প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৬ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031