- কমরেড আফরোজ আলী ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর : কমরেড দিলীপ বড়ূয়া
- সিলেট জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান
- শিশু আইন-২০১৩ বাস্তবায়নে মাল্টিসেক্টরাল সভা
- সিলেট স্টেশন ক্লাব লিমিটেড’র মতবিনিময় সভা
- বৃক্ষরোপন অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলা সম্পন্ন
- ছাত্রদল নেতা নুরে আলম হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- সিলেটে নাজমিন হত্যা মামলার প্রধান আসামি নাঈম গ্রেপ্তার
- সিলেটের উন্নয়নের ও জনগণের সেবা দিতে আমরা অফিস চালু করেছি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন
- সিলেটে যুবদলের বিক্ষোভ মিছিল
- ‘জামায়াতের পক্ষ থেকে জৈন্তাপুর জমিয়তকে কোনো অনুদান দেওয়া হয়নি’
» ছাতকে বন্যা দূর্গতদের মাঝে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ
প্রকাশিত: ২৮. জুন. ২০২২ | মঙ্গলবার

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পূণর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে : এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন
স্টাফ রিপোর্টারঃ
খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বলেছেন- “গণ মানুষের সংগঠন হিসেবে খেলাফত মজলিস বন্যাসহ যেকোন দূর্যোগে মানু্ষরে পাশে এসে সাধ্য অনুযায়ী সহযোগিতা করছে। শতাব্দির ভয়াবহ বন্যায় সিলেট বিভাগের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন।
এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ জেলার ছাতক- দোয়ারা সহ অন্যান্য উপজেলা। ক্ষতিগ্রস্থ মানুষদের এখন পেটে খাবারের পাশাপাশি শরিরে বস্ত্র ও থাকার জন্য বাসস্থানের প্রয়োজন। এ জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পূণর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।”
তিনি সমাজের বিত্তবান, মানবিক সকল সংস্থা ও ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
বন্যা দূর্গতদের সাহায্যার্থে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস সিলেট মহানগরীর সার্বিক ব্যবস্থাপনায় ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় মাদরাসাবাজারে এলাকার ৩ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
সংগঠনের ইসলামপুর ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ শামছুজ্জামান এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল করিম, কেন্দ্রিয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মাওলানা আজিজুল হক, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা সদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সিলেট মহানগরীর সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, ঢাকা মহানগরী দক্ষিণের নির্বাহী সদস্য ও গেন্ডারিয়া থানা সভাপতি মাওলানা নিয়ামত উল্লাহ, শ্রমিক মজলিস সিলেট মহানগরী সভাপতি মাওঃ সেলিম আহমদ, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ, সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আবদুস সালাম ও মাওলানা ফখরুল ইসলাম।
ইসলামপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা বিলাল আহমদ, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আমিরুল হক, মাওলানা জামিল আহমদ দুলাল, মাওলানা ইমদাদুল হক, আবদুল হামিদ, মাওলানা মেরাজুল ইসলাম, হাফেজ মাইদুল হাসান ইনু, মাওলানা জাহাঙ্গীর হোসাইন, দৌলত হোসেন, ইফতেখার হোসেন প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ত্রাণ বিতরণ করেন।
বিতরণকৃত প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, তৈল, পেঁয়াজ, লবন, আলু ও বিশুদ্ধ খাবার পানি।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক