শিরোনামঃ-

» মানবাধিকার সোসাইটি ও সোনালী স্বপ্নের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৩. জুন. ২০২২ | বৃহস্পতিবার

ত্রাণ হাতে পেয়ে খুশী পল্লীর বন্যার্ত নারী-পুরুষ ও শিশুরা

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার উদ্যোগে ও সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজীর পৃষ্ঠপোষকতায়- যুক্তরাজ্য প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৩টায় সিলেটের বাদাঘাট-১৭ টেখারগাঁও এলাকার নিভৃত পল্লীতে পানিবন্দি অসহায় শতাধিক মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমানে ভয়াবহ বন্যায় সিলেটের বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়েছে। তবে ত্রাণ বিতরণ কর্মসূচী বেশিরভাগ শহরকেন্দ্রীক হয়ে পড়েছে। তাই গ্রামের মানুষ সারাদিনে একটি প্যাকেটও খাদ্যসামগ্রী হাতে পান না সেই মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে বিশেষ এই উদ্যোগ গ্রহণ করা হয়।
ত্রাণ নিতে আসা একজন মহিলা বলেন, আমাদের কেউ খোঁজ রাখেন না। বিশুদ্ধ পানি সহ চরম খাবার সংকটে আমরা রয়েছি। আজ আমাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন সেজন্য আমরা অত্যন্ত খুশী হয়েছি।
উল্লেখ্য যে, ত্রাণবাহী গাড়ি বাদাঘাট এলাকা ছাড়িয়ে উপরোক্ত গ্রামে প্রবেশ করলে এলাকার নারী পুরুষ ও শিশুরা গাড়ির সামনে এসে ভিড় করেন। বানের পানিতে দাঁড়িয়ে ত্রাণ হাতে পেয়ে অত্যন্ত খুশী হন তারা এবং ত্রাণ বিতরণকারীদের ধন্যবাদ জানান।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মির্জা বেলায়েত আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন চৌধুরী, মানবকল্যাণ সম্পাদক সাইদ আহমদ চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিরুল গৌছ, সদস্য এমরান গাজী, টিলাগড় সুপারস্টারের সহ-সভাপতি শোভন শাহজাহান আবিদ প্রমুখ।
ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবুল হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930