শিরোনামঃ-

» মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের উদ্যেগে ভূমিকম্প পূর্ব প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১. মার্চ. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

মাল্টি পার্টি এডভোকেসি ফোরাম সিলেটের উদ্যোগে ভূমিকম্প পূর্ব প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৫টায় উপশহরস্থ শাহজালাল উপশহর একাডেমী স্কুলে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম সিলেটের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ. টি. এম. এ. হাসান জেবুলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুলের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দীন, সংগঠনের সহ সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, ডেমোক্রেসি ইন্টারন্যশনালের রিজিওনাল ম্যানেজার মোছাম্মত রহিমা বেগম, রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফরহাদ আহমদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সদস্য জাহিদ সারওয়ার সবুজ, সংগঠনের সদস্য ও মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, সংগঠনের সদস্য ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিঠুন দত্ত, মহানগর বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কাজী মুজিবুর রহমান, শিক্ষক কবির হোসেন, আব্দুল আলীম ফনি, উজ্জল রঞ্জন চৌধুরী, দিদার হোসেন রুবেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভূমিকম্প নিজে মানুষকে আঘাত করে না, মানুষের তৈরি ঘরবাড়ি বা দূর্বল স্থাপনা ভেঙ্গে পড়ে মানুষের ক্ষতি সাধন করে। তাই বিল্ডিং কোর্ড অনুসরণ করে ভবন নির্মাণ করতে হবে। মানুষকে ভয় না দেখিয়ে সব সময় নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন হওয়ার পরামর্শ দিন। ভূমিকম্প অনুভুত হলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে সরে যান। বক্তারা বলেন, অসাবধানতাই অগ্নিকার্ডের প্রধান কারণ। তাই অগ্নি প্রতিরোধে সচেতন হোন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930