শিরোনামঃ-

» জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজে ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন

প্রকাশিত: ০২. মার্চ. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে।

ওরিয়েন্টেশন ক্লাস বুধবার (২ মার্চ) সকাল ১১টায় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সাবেক সভাপতি, এমসি কলেজের সাবেক ভিপি ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা  খসরুজ্জামান খসরু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এটিএম বদরুল ইসলাম, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের পৃষ্টপোষক লন্ডন প্রবাসী জাহাঙ্গির আলম, নারী নেত্রী রাবেয়া জামান জোসনা, বিশিষ্ট সমাজসেবী মাসুদুল হক মাসুদ ও ইউটোবার সুমু মির্জা।

প্রধান অতিথির বক্তব্যে এমসি কলেজের সাবেক ভিপি ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা  খসরুজ্জামান খসরু বলেন, ‘আমি পারব, আমাকে পারতেই হবে’ এই স্লোগানকে নিজের ভেতরে লালন করার লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপদ্ধতি, সঠিক লক্ষ্য নির্ধারন শিক্ষার্থীদেরকে নৈতিক উন্নয়নের মাধ্যমে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তি ও অনুপ্রেরনা জোগায়।

প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত সাংবাদিক রশিদ হেলালীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা  খসরুজ্জামান খসরু বলেন, ওনার বিশেষ অবদানের জন্য বৃহত্তর জৈন্তায় শিক্ষার প্রসার, বিশেষ করে কারিগরি শিক্ষার প্রসার হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল ও ক্রীড়া শিক্ষক ফারুক আহমদের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের, আইয়ুব আলী, শাহানা বেগম, তপন কুমার নাথ, খসরু নোমান, নন্দন দত্ত, সুর্নিমল দত্ত কানুনগো, গুরু দাস রায়, দুলাল হোসেন, শফিকুল ইসলাম, প্রভাষক আফরিন সুলতানা সোমা, হোসেন আহমদ আম্বিয়া, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন সবুজ প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণীর রওশন আরা ও দ্বাদশ শ্রেণীর লিমা বক্তব্য রাখেন।

ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের পরিচিতি, কলেজের নিয়মশৃঙ্খলা ও সার্বিক বিষয়ে নবাগত শিক্ষার্থীদের অবহিত করা হয়। এর আগে ১ম বর্ষের ছাত্র আইয়ুল হক কণ্ঠে কুরআন তেলাওয়াত ও শ্যামলী দাশের গীতা পাঠ দিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031