শিরোনামঃ-

» কাউন্সিলর শওকত আমীনের উপর মামলা ও অপপ্রচারে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) কাউন্সিলর কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে কাউন্সিলর শওকত আমীন তৌহিদ এর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের জোরদাবী জানান এবং সুষ্ঠুৃ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এছাড়া মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরের জায়গা দখলকারীদের হাত থেকে রক্ষার জন্য ওয়ার্ডবাসী সহ সিলেটের সকলস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, মাতৃভক্তি সামাজিক সংগঠনের সভাপতি সঞ্জয় সরকার রাখাল, শাপলাকলি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত দেব রায়, সাধারণ সম্পাদক অনন্ত লাল দাস, কার্যকরি সদস্য চন্দনা আচার্য্য, সাবেক সভাপতি ব্রজ গোপাল পাল, ঝুটন পাল, সমর দেব নাথ, খারপাড়া সমাজ কল্যাণ সংস্থার জাবেদ আহমদ, আমিনুল হক রানা, সোনারপাড়া এলাকা থেকে বক্তব্য রাখেন, এলজিইডি কন্ট্রাক্টর ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি রাখাল দে, ওয়ার্ড যুবলীগ সভাপতি সায়েম আহমদ, দর্জিবন্দ এলাকার রুবেল ইসলাম, আনিসুল হক, পূর্ব শাহী ঈদগাহ এলাকার দর্পন সমাজ কল্যাণ সংস্থার আবুল বরাত মির্জা, কামরুল হাসান চৌধুরী তুহিন, সাহাব উদ্দিন, জাবেদ আহমদ, দপ্তরীপাড়া থেকে প্রত্যয় ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমিনুর রহমান ইমন, সাবেক মোতাওয়াল্লী আব্দুর রহিম আম্বিয়া, আব্দুল আজিজ তারেক, দর্জিপাড়া এলাকা থেকে মেট্রোপলিটন চেম্বার এর পরিচালক হুরায়রা ইফতার হোসেন।

এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ সহ সর্বস্তরের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪১ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031