শিরোনামঃ-

» স্বাস্থ্যবিধি ও করোনা সচেতনতায় সিলেটে সামাজিক আন্দোলনের মাস্ক বিতরণ

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২২ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ
করোনা সচেতনতা ও স্বাস্থ্যবিধি পালনে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা কমিটির পক্ষে এক সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিলেট শহিদমিনার প্রাঙ্গণ থেকে মাস্কবিতরণের মধ্য দিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর।

পরে পায়ে হেঁটে চৌহাট্টা পয়েন্ট, জিন্দাবাজার ও বন্দরবাজার পয়েন্টে মাস্কবিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন জেলা সদস্যসচিব দেবব্রত রায় দিপন। বক্তব্য রাখেন জেলা সদস্য হিমাংশু মিত্র, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সংগঠক রসময় ভট্টাচার্য, সন্দিপন শুভ, অজয় বৈদ্য অন্তর ও বাবলু আল মামুন।

এ সময় বক্তারা বলেন, কোভিড মোকাবেলায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সর্বত্রই উপেক্ষিত। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি রক্ষায় প্রচার কার্যক্রম এবং তদারকি চালিয়ে যেতে হবে। বক্তারা বলেন, নিজেরা সচেতন থেকে অপরকে সচেতন করার মধ্য দিয়েই বাংলাদেশকে কোভিড মুক্ত রাখা সহজেই সম্ভব। এই লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে সকলের সহযোগীতা কামনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031