শিরোনামঃ-

» কেমুসাস’র ৮৫তম সাধারণ সভা জাতির কল্যাণে নিবেদিত হয়ে মহৎ উদ্দেশ্যে কাজ করার আহ্বান

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ
সরকারি নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫তম বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট বলেন, মহামারী করোনায় স্তব্ধ হয়ে যাওয়া পৃথিবীতে এর প্রতিষেধক তৈরি হয়েছে জ্ঞানের চর্চার মাধ্যমে। কেমুসাস এমনি একটি প্রতিষ্ঠান যেখানে জ্ঞানের চর্চা হয়। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সবাইকে জাতির কল্যাণে নিবেদিত হয়ে মহৎ উদ্দেশ্যে কাজ করতে হবে।
সাহিত্য সংসদের নিজস্ব অডিটোরিয়াম শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মানিক। তিনি বলেন, আমরা সবাই একটি আলোকিত সমাজ চাই। চাই একটি সুন্দর উন্নত বাংলাদেশ। স্বপ্নের সেই উন্নত সোনার বাংলা গঠণের জন্য শুধু সরকারের উপর নির্ভর না করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান এগিয়ে আসতে হবে। এজন্য চাই উন্নত মনমানসিকতা এবং কল্যাণকর দৃষ্টিভঙ্গী সম্পন্ন আলোকিত মানুষ। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সেই তৎপরতায় কাজ করে যাচ্ছে।
এসময় সাধারণ সম্পাদকের পক্ষে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মুমিন আহমদ মবনু।
কার্যকরী সদস্য এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, শামসীর হারুনুর রশীদ, শোক প্রস্তাব পাঠ করেন, সহ লাইব্রেরি সম্পাদক ইছমত হানিফা চৌধুরী, বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এবং ২০২১ সালের আয়-ব্যায়ের হিসাব/অডিট পেশ করেন কোষাধ্যক্ষ আব্দুস সাদেক লিপন এডভোকেট।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, কেমুসাসের সহ-সভাপতি অধ্যাপক নন্দলাল শর্মা, কবি কালাম আজাদ, সৈয়দ মহাদ্দিস আহমদ, দেওয়ান মাহমুদ রাজা ও সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।

উক্ত সভায় ২য় বারের মতো কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক প্রদান করা হয়। প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল এ বছর এই সম্মানজনক পদক লাভ করেন।

স্বর্ণপদক প্রদানকারী হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দেওয়ান মাহদী এবং পুরস্কারপ্রাপ্ত ব্যাক্তির পরিচিতি তুলে ধরেন আল ইসলাহ সম্পাদক সেলিম আউয়াল।

উল্লেখ্য, সরকারি বিধিনিষেধের কারণে এ বছর সদস্যদের উন্মুক্ত আলোচনা বাতিল করা হয়। তবে সদস্যরা তাদের বক্তব্য লিখিতভাবে দাখিল করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৫ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031