শিরোনামঃ-

» গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কৃষক দলকে সামনের কাতারে থাকতে হবে : হুমায়ুন কবির শাহীন

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

মহানগর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন বলেছেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দোলন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কৃষক দলের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।

তিনি ৯নং ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করে ভোটের অধিকার ফিরিয়ে আনা, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনাসহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কৃষক দল সামনের কাতারে থাকবে বলে আমি মনে করি।

তিনি রবিবার (২৩ জানুয়ারি) রাতে ৯নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৯নং ওয়ার্ড কৃষকদল নেতা মানিক মিয়ার সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার তুতু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফসর খান, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল জব্বার মদই, রেজওয়ান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা রুম্মান আহমদ, কৃষক দল নেতা শামীম আলী।

৯নং ওয়ার্ড কৃষক দলের নব গঠিত কমিটির সভাপতি মানিক মিয়া ও সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ রনি। অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি হেলাল আহমদ, আতাউর রহমান, আবদুস সোবহান আব্দুল, প্রথম যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মাহি, সহ সাধারণ সম্পাদক দুলাল উদ্দীন দুর্জয়, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, সহ সাংগঠনিক সম্পাদক জনি খান, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান সাঈদ, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার চঞ্চল, অর্থ সম্পাদক মো. বাদশা, সদস্য সানি আহমদ, সাগর আহমদ, সামি আহমদ সামি, শাহীন আহমদ, জাকুয়ান আহমদ, আব্দুর রহমান, মো. জাকারিয়া আহমদ, কাইয়ুম আহমদ, হাবিবুর রহমান, সুয়েব আহমদ জনি।

এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31