শিরোনামঃ-

» জহির তাহির স্কুলের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ ভট্টাচার্যের বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২২ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়াস্থ জহির তাহির মেমোরিয়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ ভট্টাচার্যের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় এডহক কমিটি এবং শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের আয়োজনে শনিবার (২২ জানুয়ারি) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক অরবিন্দ ভট্টাচার্য।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় এডহক কমিটির সদস্য ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান মাছুম। বক্তব্য রাখেন শিপ্রা রানী রায়, ডালিয়া শাহানা, কামরুন্নাহার শাপলা, দীপ্তা রায়, শপ্না রানী পাল, কনিকা দেব, প্রশান্ত কুমার পাল, সামসুল হুদা, দীপংকর রায়, মাসুম আহমেদ, মোশাররফ হোসেন, শমশের সিরাজ সুহেল, চতুর্থ শ্রেনীর কর্মচারী মো. মইন উদ্দিন, পার্থ ভট্টাচার্য, খেলারানী পাল, পুর্নিমা দাস প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৮ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031