» ৫’শ শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০২২ | শুক্রবার

গরিব দুঃখী মেহনতী মানুষের কল্যাণ করাই মানবজীবনের সফলতা : আশফাক আহমদ

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, বাংলাদেশ ক্রমশ উন্নত বিশ্বের দেশগুলোর সাথে পাল্লা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়াচ্ছি। কিন্তু সমাজ এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। বলাকা আবাসিক প্রকল্প সূচনালগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মনে রাখতে হবে, গরিব দুঃখী মানুষের কল্যাণ করাই মানবজীবনের সফলতা।

বলাকা আবাসিক প্রকল্পের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেটের খাদিমপাড়াস্থ পীরের বাজার বলাকা আবাসিক এলাকায় ডিরেক্টর আতাউল্লাহ শাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ৪নং খাদিমপাড়া ইউপির চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ।

বলাকা’র ম্যানেজিং ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমান এডভোকেট এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী আহমদ জাকির, আব্দুল মছব্বির, নিজাম উদ্দিন, সাজেদা বেগম, হুমায়ূন কবির, মোজাক্কির হোসেন কামালী এডভোকেট, স্বপন আহমদ, মো. শাহজাহান, মো, আব্দুল কাদির ও সাইফুল আলম সিদ্দিকী টিপু প্রমূখ।

উল্লেখ্য, বলাকা আবাসিক প্রকল্পের এই উদ্যোগে ৫’শ শীতার্ত পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বলাকার ম্যানেজার মাসুক আহমদ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930