শিরোনামঃ-

» সিফডিয়ার ২০ বছর পূর্তি স্মারক এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২২ | শনিবার

গণমাধ্যম ও সমাজসেবায় সিফডিয়ার কার্যক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে : মোহাম্মদ আবু জাফর রাজু

স্টাফ রিপোর্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু বলেছেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হওয়ার সিফডিয়ার কার্যক্রম প্রশংসনীয়।
একজন মানুষ তখনই পরিপূর্ণ হয়, যখন সে তার আশেপাশের মানুষের কথা চিন্তা করে, তাদের কল্যাণে কাজ করে। গণমাধ্যম ও সমাজসেবায় সিফডিয়ার কার্যক্রম দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০ বছরের পথচলায় সিফডিয়া থেকে অনেক প্রতিথযশা সাংবাদিকেরা যেমন তৈরি হয়েছে অন্যদিকে সমাজের উন্নয়নে এবং মানবিক বিকাশে তাদের কার্যক্রম লক্ষণীয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে ধনী-গরিব সকল মানুষের বিকাশের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা দূরীকরণে সিফডিয়ার এই কার্যক্রম অব্যাহত থাকুক।
মানুষের জীবনমান উন্নয়নে চিকিৎসা সেবা/সামগ্রী, সেলাই মেশিন প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ, গরীব-দুঃস্থ মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি, কোভিড-১৯ চলাকালে সুরক্ষা সামগ্রী বিতরণ, প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণসহ সিফডিয়ার সকল কার্যক্রম আরো বিস্তৃত করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাস মিডিয়া (সিফডিয়া) এর ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘এগিয়ে চলার ২০ বছর’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সিফডিয়ার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো. আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিফডিয়ার প্রধান উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা রোটারিয়ান আব্দুল মালিক সুজন, সিফডিয়ার উপদেষ্টা জুলকার নায়েন।

সিফডিয়ার উপদেষ্টা সাংবাদিক আব্দুল বাতিন ফয়সলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদ, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, ভ্রমণলেখক মোয়াজ আফসার, বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার উমরা মিয়াঁ, ডা. সাদিকুর রহমান মিটু, ঔপন্যাসিক আলেয়া রহমান, সাংবাদিক আব্দুল হাসিব, রোটারিয়ান শহিদুল ইসলাম সেলিম, সিফডিয়ার ভাইস প্রেসিডেন্ট ডা. শামীমা নাসরিন ইভা, ফিন্যান্স সেক্রেটারি স্থপতি নাঈমা নাসরিন নাবিলা, ডলি শিকদার, মো. আব্দুশ শহিদ, আফিয়া সুলতানা, শাবিপ্রবির প্রশাসনিক কর্মকর্তা তাহমিনা খাতুন শিউলি, সিফডিয়ার রিপোর্টার কবি ইফতেখার শামীম ও মির্জা আব্দুল হামিদ অভি প্রমূখ।

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ মইনুল হোসেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯১ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30