শিরোনামঃ-

» বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগকে রাজপথে অগ্রণী ভূমিকা রাখতে হবে : নাদেল

প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০২২ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষে ছাত্রলীগের সব নেতাকর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখেছে।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সময়োপযোগী নেতৃত্বে সব পর্যায়ের নেতাকর্মীরা অবিচল। ছাত্রলীগ সব ভুল সংশোধন করে আগামীদিনে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজপথে অগ্রণী ভূমিকা রাখবে এবং শেখ হাসিনার নেতৃত্বে ও দিকনির্দেশনায় কাজ করে গেলে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন থাকবে।

তিনি শনিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ নুর হোসেন ব্লক ছাত্রলীগ (দরগাহ মহল্লা) শাখার উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, মহানগর আওয়ামীলীগের মানব বিষয়ক সম্পাদক ইলিয়াছুর রহমান ইলিয়াছ, জেলা আওয়ামীলীগের সাইফুর রহমান খোকন, মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, মহানগর যুবলীগ নেতা আব্দুল লতিফ রিপন, কয়েছ আহমদ, সালেহ আহমদ লিমন, জিয়াউল হক জিয়া, সাইফ উদ্দিন সাবের, এহিয়া আহমদ সুমন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রোম্মান, সাবেক কেন্দ্রীয় সদস্য এমদাদুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি মঞ্জুর মুর্শেদ অসীম, মামুন রশীদ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, ওসমানী মেডিকেল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মহানগর ছাত্রলীগ নেতা সায়মন ইসলাম, মনছুর আলম ডেভিড, মোসাদ্দেক মুছা, সানী আহমদ, দিপক অধিকারী, রামিম, নুরুল হুদা, আব্দুল্লাহ নাসিফ চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী, তামিম আদনান, তাহমিদ আহমদ শাওন, সাইদুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৭ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31