শিরোনামঃ-

» সরকার অনুমোদিত সিলেট জেলা ট্রাক-কাবার্ডভ্যান মালিক সমিতি’র পরিচিতি সভা অনুষ্টিত

প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে প্রথম সরকার অনুমোদিত “সিলেট জেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি”র প্রথম পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সংগঠনের অস্হায়ী কার্যালয় সিলেট এয়ারপোর্ট গেইট নতুনবাজারে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মকসুদ আহমদ।

সংগঠনের সাধারন সম্পাদক মোঃ মইনুল হক এর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি হাজী শায়েস্তা মিয়া।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি আব্দুল মছব্বির, জাহিদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুর রহমান সুলেমান,দপ্তর সম্পাদক সমশের মর্তুজা চৌধুরী, সদস্য সুনু মিয়া, আনোয়ার হোসেন প্রমুখৃ।

সভায় সংগঠনের সভাপতি সৈয়দ মকসুদ আহমদ দেশ স্বাধীনের ৫০ বছর পর সড়ক পরিবহন সেক্টরে সিলেটে প্রথম সরকার অনুমোদিত সংগঠন “সিলেট ট্রাক-কাবার্ডভ্যান মালিক সমিতি” অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভায় তিনি এ সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করে সকল ভেদাভেদ ভুলে সিলেট জেলার সকল ট্রাক-কাবার্ডভ্যান মালিকদের সার্থ সংরক্ষণের লক্ষ্যে সবাইকে এ সংগঠনের সদস্য হওয়ার ও আহবান জানান।

তিনি সংগঠনকে এগিয়ে নিতে সিলেটের প্রশাসন সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, যে সিলেট জেলায় সর্বপ্রথম “সিলেট জেলা ট্রাক-কাবার্ডভ্যান মালিক সমিতি”র নামে কোন সংগঠন সরকারের সংশ্লিষ্ট দপ্তর হতে সর্বপ্রথম রেজিস্ট্রিকরণ হলো।

এর আগে বিগত প্রায় ১০ বছর যাবত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাক-কাবার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন সাপেক্ষে “সিলেট জেলা ট্রাক-কাবার্ডভ্যান মালিক সমিতি” তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

বর্তমানে সরকারের আইনানুসারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের রেজিস্ট্টিকরণ ব্যাতীত কোন ট্রেড ইউনিয়ন তার সাংগঠনিক কাজ চালানো নিষিদ্ধ করা হয়েছে,তাই ওই সংগঠনটি সরকারের নির্দেশনানুসারে রেজিস্ট্রেশনকরণ করা হলো

এই সংবাদটি পড়া হয়েছে ২২৪ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031