শিরোনামঃ-

» সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২১ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বন্দরবাজাস্থ ব্রহ্মমন্দিরে এ জরুরী সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এড. প্রদীপ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নিরেশ দাস ও নিধু ভূষণ দাসের যৌথ সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, ফিলিপ বিশ্বাস, বরণ রায় চৌধুরী, তপন মিত্র, এড. পংকজ দাস, এড. শংকর দেব, অরুণ দেবনাথ সাগর, অরুণ কুমার বিশ্বাস, ধনঞ্জয় দাস ধনু, অরবিন্দু বর্মন বিন্দু, শংকর দাস শংকু, সুবিনয় মল্লিক, লিটন পাল, বিজন কুমার ধর, সুমন গুপ্ত।

বক্তারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রাণ পুরুষ, জন্মলগ্ন থেকে আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করা, মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম ত্যাগের কথা স্মরণ করেন। তাঁর সাথে সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেটের নিবেদিত প্রাণ প্রয়াত অসিত ভট্টাচার্য্য কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

দেশের উদ্ভূত পরিস্থিতি তে এবং সংগঠন এর কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষে প্রতিটি উপজেলায় সাংগঠনিক সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়। তার সাথে সাথে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জাতি গোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায়, সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নিমিত্তে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের জন্যে গণস্বাক্ষর কর্মসূচিকে আরো বেগবান করার লক্ষে ব্যাপক কর্মসূচী গৃহীত হয়।

উক্ত জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন, হারাধন দেব প্রভাষ, রবিন জোহর দাস, রাজেশ চক্রবর্তী, রাজিব কুমার দে রাজু, সুব্রত রঞ্জন সেন, দিলীপ দে, কিরিটি শর্মা, নিপেন্দ্র কুমার দাস, টিটু ঘোষ, অমলেন্দু পুরকায়স্থ অমল, শিবপ্রসাদ ভট্টাচার্য্য, মিহির কান্তি দাস, পিংকু দত্ত, প্রদীপ দেব, অনুকুল সূত্রধর, এডভোকেট বিরেন্দ্র চন্দ্র নাথ, ভানুলাল দাস, রতি লাল দাস, অরিজিত রায় রাকু, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, শিমুল কুমার দাস, বিশ্বজিৎ চক্রবর্তী আপন, প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৩ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031