শিরোনামঃ-

» গোয়াইনঘাট ছাত্র পরিষদের সম্মেলন সম্পন্ন; সভাপতি ইকবাল, সম্পাদক ফখরুল

প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২১ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদের সঞ্চলনায় সম্মেলন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মামুনুর রশীদ, পবিত্র গীতা পাঠ করেন রঞ্জন বিশ্বাস ও জাতীয় সঙ্গীত পরিবেশন হয়।

আসন গ্রহণের পর স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম। তাঁর বক্তব্যের মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ফুটে ওঠেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও জরুরী সরকারি কাজের জন্য উপস্থিত হতে পারেন নি। তবে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করেছেন।

মন্ত্রীর অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের উপদেষ্টা হাজী ওসমান গণি, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, শাবিপ্রবি আইপি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. দেলওয়ার হোসাইন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, শাহ্ গ্রুপের গ্লোবাল অপারেশন ম্যানেজার তোরাব আলী, রুস্তমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, সয়ফুল আলম আবুল, আনোয়ার হোসেন, রুস্তমপুর কলেজের ইংরেজি প্রভাষক লুৎফুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব মখলিছুর রহমান রনি, কোতোয়ালী মডেল থানার এস.আই তজম্মুল আলী, খলামাধব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিন, মাহফুজুল কিবরিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন বাহার, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ রাফি, প্রচার সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম।

আরো উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সাবেক কার্যনির্বাহী সদস্য জগদীশ চন্দ্র দেব, জয়নাল আবেদীন, মামুন, নবদ্বীপ, জসীম উদ্দিন, সম্রাট তারেক, বদরুল ইসলাম, গুলজার আহমদ, মুস্তাফিজুর রহমান, আব্দুল হাকিম, মোন্তাসির মোস্তাকিন, আলিম উদ্দিন, বুরহান উদ্দিন, হাসান, আলি হোসেন, সুমন, নুমান, নুরুল আমিন, তারেকুজ্জামান, আবুল কালাম আজাদ, রানা, সুহেল, প্রত্যুষ, রাসেল, প্রদীপ প্রমুখ।

সভাপতির বাবুলের সমাপনি বক্তব্যের পরে নবগঠিত কমিটি ঘোষণা করেন, আজকের প্রধান অতিথি মোহাম্মদ ইব্রাহিম।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, ইকবাল আহমদ, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বাহার, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাসান ফয়সল নাদিম।

সদ্য সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল নতুন কমিটির সকলকে শুভেচ্ছা জানান এবং আবেগের সাথে দায়িত্ব হস্তান্তর করেন।

সর্বশেষ নবগঠিত কমিটির সভাপতি ইকবালের বক্তব্যের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31