শিরোনামঃ-

» সিলেটে বিএনপির ‘কৌশলগত এবং পরিকল্পনা’ কর্মশালা

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের কৌশল ও কর্ম পরিকল্পনা প্রণয়নে বিএনপি সিলেট মহানগর শাখার দিনব্যপী কর্মশালা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সিলেট নগরের উপশহরের একটি হোটেলের হলরুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মহানগর বিএনপির নেতাকর্মীরা এ কর্মশালায় অংশ নেন।

অনুষ্ঠানে দলীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠাকারণ, নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহন বাড়ানো, সংশ্লিষ্ট ইউনিটের অভ্যন্তরীণ দ্বন্ধ নিরসন এবং সাধারণ জনগনের সাথে সম্পর্ক বৃদ্ধিকরণ সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডাইরেক্টর এসপিএল মো. আব্দুল আলীম ও আমিনুল এহসান।

কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।

কর্মশালায় অংশগ্রহন করেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকি ও সহসভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজিসহ বিএনপিন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন, শাম্মি লায়লা ইসলাম, রাহিমা বেগম, সোহেলি খানুম, ফরহাদ আহমেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31