শিরোনামঃ-

» গেয়ার-আপ-অটোমোবাইলস’র উদ্বোধন করলেন মেয়র আরিফ

প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর শাহী ঈদগাহের টিবি গেইটে আধুনিকতার ছোয়া নিয়ে গেয়ার-আপ-অটোমোবাইলস এর শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে অটো মোবাইলকে এগিয়ে নিতে আধুনিকতার ছোঁয়া নিয়ে আমাদের সিলেটের ৪ তরুণ মিলে সিলেটে প্রতিষ্ঠিত করেছেন গেয়ার-আপ-অটোমোবাইলস। তরুণরাই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে।

সিলেটকে আরো সামনের দিকে এগিয়ে নিতে নতুন নতুন আইডিয়া নিয়ে সিলেটের যুবকরা এগিয়ে আসছে। প্রতিনিয়ত যুগান্তকারী পদক্ষেপ আমাদের সিলেটের ছেলেরা নিয়ে আসছে। আমরা আশা করি তরুণরা সব সময় সৎ এবং ভালো সার্ভিসের মাধ্যমে তাদের সুনাম অক্ষুন্ন রাখবে। এটা সিলেটবাসীর জন্য অনেক সুখবর। আমরা তাদের সফলতা কামনা করছি।

ফিতা কেটে উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. সুয়েব, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সিপার আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত আমিন তৌহিদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ও মহানগ আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ, দৈনিক সিলেটবাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র করেসপন্ডেন্ট মোশারফ হোসেন খান, আল হারামাইন হসপিটালের এমডি ড. মোহাম্মদ এহছানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ভাইস চেয়ারম্যান হাজী ওলিউর রহমান, হোটেল স্টার প্যাসিফিকের এমডি ও চেম্বারের পরিচালক ফালাউদ্দিন আলী আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শান্ত দেব, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম ভূইয়া মান্না, রোটারিয়ান হানিফ আহমদ, চেম্বারের পরিচালক সাহিদুর রহমান, মাছুদ আহমদ চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, এমদাদ হোসাইন, গেয়ার-আপ-অটোমোবাইলস পরিচালক ক্যাপ্টেন ইমতিয়াজ আহমদ, ইঞ্জিনিয়ার আব্দুল্লা মুমিন চৌধুরী রায়হান, আব্দুল মতিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31