শিরোনামঃ-

» সিলেট জেলা সিএনজি চালক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিনিধি সমাবেশ

প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২১ | মঙ্গলবার

আগস্ট মাস এলেই পরিবহন শ্রমিকদের উপর বিভিন্ন রকম উস্কানিমূলক মামলা দেয়া হয় : জাকারিয়া আহমদ

স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ, বর্ধিত কর প্রত্যাহার, প্রাইভেট যান, অটোবাইক-মটরবাইক দ্বারা যাত্রী পরিবহন বন্ধ সহ বিভিন্ন দাবিতে মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে সিলেট জেলা সিএনজি চালক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে নগরীর দক্ষিণ সুরমাস্থ একটি সেন্টারে সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি শাহ্ মো: দিলওয়ার এর সভাপতিত্বে ও সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার লাইন উপ-পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক  ইউনিয়ন রেজি নং-৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, সিলেট জেলা সিএনজি মালিক সমিতি কার্যকরী সভাপতি জামিল আহমদ লিটন, সহ-সভাপতি হানিফ আলী, ইকবাল আহমদ শাহাব, প্রচার সম্পাদক ইকসানুল হক সানু, সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক জোট-২০৯৭ এর সভাপতি  খলিল খাঁন, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক  ইউনিয়ন রেজি নং-৭০৭ এর সাধারণ সম্পাদক মো: আজাদ মিয়া, সিলেট জেলা অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক জোট-২০৯৭ এর কার্যকরী সভাপতি মো: মতছির আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন, সিলেট সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক  ইউনিয়ন রেজি নং-৭০৭ এর সহ-সভাপতি আবুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, অর্থ সম্পাদক মামনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কানাইঘাট দক্ষিণ বাজার শাখার সভাপতি জুনেদ হাসান জিভান, সদস্য লিটন আহমদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া আহমদ বলেন, আগস্ট শোকাবহ মাস। এ মাস এলেই একটি কুচক্রী মহল খেটা খাওয়া পরিবহন শ্রমিকদের উপর বিভিন্ন রকম হয়রানি মূলক কর্মকান্ড করতে দেখা যায়। যা অত্যান্ত দূঃখ জনক। সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ কর্তৃক বিভিন্ন ধরণের হয়রানি মূলক মামলা র‌্যাকারিং এর বানিজ্য চালিয়ে যাচ্ছে। যা কোন অবস্থায় পরিবহন শ্রমিকরা মেনে নিতে পারছে না।
তাই অচিরেই হয়রানি মূলক মামলা থেকে ট্রাফিক পুলিশ সরে না আসলে বিশাল আন্দোলন সংগ্রাম ডাক দিবে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দরা। মহামারি করোনকালীন সময় বিশ্ব যেখানে থমকে আছে সে অবস্থায় কী করে খেটে খাওয়া পরিবহন শ্রমিকদের উপর এ অন্যায় কর্মকান্ড পুলিশ চালায়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৪ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031