» এইডেড স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ খিজির হোসেন এনু’র পিতা দি এইডেড হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ তোফাজ্জল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১০ আগস্ট) গণমাম্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, সৈয়দ তোফাজ্জল হোসেন মানুষ গড়ার কারিগড় হিসেবে কাজ করেছেন। তিনি অনেক শিক্ষার্থীর জীবনকে আলোকিত করেছেন। শিক্ষক আজীবন শ্রদ্ধার। শিক্ষকেরা শুধু শিক্ষকই নন, তাঁরা দার্শনিক, বাতিঘর, গাইড ও রোল মডেল।

তোফাজ্জল হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের শোক সইবার শক্তি দানে মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করেন।

উল্লেখ্য, সৈয়দ তোফাজ্জল হোসেন সোমবার (৯ আগষ্ট) রাত সাড়ে ১১ টায় নগরীর মিরবক্সটুলা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি … রাজেউন।)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930