শিরোনামঃ-

» সিলেট-৩ এলাকাকে বাণিজ্য নগরী হিসেবে গড়ে তুলবো : হাবিব

প্রকাশিত: ৩০. জুন. ২০২১ | বুধবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সিলেট-৩ আসনের মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই। তিনি সিলেট-৩ আসনের নির্বাচনী এলাকাকে সফল বাণিজ্য বন্দর হিসেবে গড়ে তোলার আশ্বাস প্রদান করেন এবং সকলকে সাথে নিয়ে কাজ করতে চান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। তাই বর্তমান সরকারের উন্নয়নের বার্তায় মানুষের কাছে পৌছে দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন আপনারদের কাছে এই চাওয়াটা আমার।

বুধবার (৩০ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ এলাকায় ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির উদ্যোগে ব্যবসায়ীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ছাদ মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী ছাত্রনেতা জাহেদ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আলেক মিয়া, সহ সভাপতি মো. কয়ছর আলী, মো. হারিছ মিয়া, মো. আলাউদ্দিন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. পংকি মিয়া জালালী, সাধারণ সম্পাদক মো. রাজু মিয়া, সহ সাধারণ সম্পাদ মো. জলিল মিয়া, মো. সেলিম মিয়া, মো. দুলাল আহমদ, মো. মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক মো. শফিক মিয়া, সহ অর্থ সম্পাদক মো. রাজা মিয়া, প্রচার সম্পাদক মো. আমির আলী, সহ প্রচার সম্পাদক মো. মাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. দীপু মিয়া, সহ দপ্তর সম্পাদক মো. জীবন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. খছরু মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. নারু দেব, সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ কাজী, সহ সমাজকল্যাণ সম্পাদক মো. বাদশা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. কবির মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. তাজুল ইসলাম তাজির, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রব, সহ ক্রীড়া সম্পাদক মো. জুবের আহমদ, সাহিত্য সম্পাদক মো. শাকুর মিয়া, সহ সাহিত্য সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ত্রাণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন, সহ ত্রাণ সম্পাদক মো. আবু সুফিয়ান, সদস্য সুয়েব আহমদ সানু, মো. ছমির উদ্দিন, মো. ইউসুফ মিয়া, রিপন বাবু, জোহায়ের আহমদ, বাচ্চু মিয়া, খলিলুর রহমান, আপ্তাব মিয়া, ছালেক মিয়া, আশরাফ মিয়া, নাজির মিয়া, রাজিব মিয়া, আব্দুর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930