শিরোনামঃ-

» মুক্তি পেয়েছে নাট্যনির্মাতা লিমনের ‘আদর কইরা’ শিরোনামের মিউজিক ভিডিও

প্রকাশিত: ২৯. জুন. ২০২১ | মঙ্গলবার

সাহিত্য ডেস্কঃ
জনপ্রিয় নাট্যনির্মাতা সাইফুল আরেফিন লিমনের কথা ও সুরে ‘আদর কইরা’ গানটি মুক্তি পেয়েছে। সুদীপ চক্রবর্তীর মিউজিক কম্পোজিশনে গানটিতে কন্ঠ দিয়েছেন এস সৌরভ। সিলেটের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও শুটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিও তে মডেল হিসেবে কাজ করেছেন তৃষা দাশ ও লিমন।

নাট্যনির্মাতা লিমন বলেন, বর্তমান সময় উপযোগী গানটি তিন লিখেছেন। আশা করি সবার কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।

তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে যেন আরো সুন্দর কাজ উপহার দিতে পারি। গানটি মুক্তি হয়েছে সিলেটি ড্রামা হাউজ (Sylhety Drama House) ইউটিউট চ্যানেলে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৮ বার

Share Button

Callender

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031