শিরোনামঃ-

» মুক্তি পেয়েছে নাট্যনির্মাতা লিমনের ‘আদর কইরা’ শিরোনামের মিউজিক ভিডিও

প্রকাশিত: ২৯. জুন. ২০২১ | মঙ্গলবার

সাহিত্য ডেস্কঃ
জনপ্রিয় নাট্যনির্মাতা সাইফুল আরেফিন লিমনের কথা ও সুরে ‘আদর কইরা’ গানটি মুক্তি পেয়েছে। সুদীপ চক্রবর্তীর মিউজিক কম্পোজিশনে গানটিতে কন্ঠ দিয়েছেন এস সৌরভ। সিলেটের বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক ভিডিও শুটিংয়ের কাজ সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিও তে মডেল হিসেবে কাজ করেছেন তৃষা দাশ ও লিমন।

নাট্যনির্মাতা লিমন বলেন, বর্তমান সময় উপযোগী গানটি তিন লিখেছেন। আশা করি সবার কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।

তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে যেন আরো সুন্দর কাজ উপহার দিতে পারি। গানটি মুক্তি হয়েছে সিলেটি ড্রামা হাউজ (Sylhety Drama House) ইউটিউট চ্যানেলে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮৩ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031