শিরোনামঃ-

» নানা আয়োজনে জ্যোতি চন্দ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ২২. জুন. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে মঙ্গলবার (২২ জুন) সারাদিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে জ্যোতি চন্দ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

ডা: নৃপেন্দ্র চন্দ্র চন্দ, প্রীতি চন্দ, স্মৃতি চন্দ, লোকনাথ ট্রেডিং এর কর্ণধার ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ ও ডা: অর্পণ চন্দ্র চন্দ এর মাতা জ্যোতি চন্দ ২০২০ সালের ২২ জুন মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ জুন) সকাল ১১টায় নগরীর কাজলশাহস্থ স্বাপ্নিক ফাউন্ডেশনের সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্বাপ্নিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইন্দ্রানী সেন শম্পা।

বিকাল ৫টায় নগরীর গোয়াইটুলাস্থ চাঁষনী পীরের মাজার প্রাঙ্গণে অভূক্ত বানরদের মধ্যে মৌসুমী ফল বিতরণ করা হয়।

ফল বিতরণে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন, মাজারের মোতাওয়াল্লী আব্দুর রব রউজ, সাংস্কৃতিক সংগঠক ও মেটোসুর এর কর্ণধার কবি বিমান তালুকদার, সাংবাদিক লিটন চৌধুরী। সন্ধ্যায় মনিপুরী রাজবাড়ীস্থ লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমে প্রয়াত জ্যোতি চন্দ’র বিদেহী আত্মার শান্তি কামনা করে সীমিত পরিসরে বিশেষ প্রার্থনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯২ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031