শিরোনামঃ-

» কোভিড-১৯ প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে মাস্ক বিতরণ

প্রকাশিত: ১৪. জুন. ২০২১ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সদর উপজেলায় ব্র্যাকের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে মাস্ক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ।

সোমবার (১৪ জুন) শাহপরাণ মাজার গেইটে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আইইডিসিআর কর্তৃক ঘোষিত কোভিড-১৯ উচ্চ সংক্রমিত ঝুঁকিপূর্ন সিলেট জেলায় ব্র্যাক কর্তৃক ‘‘কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুর্গ’’ নামক প্রকল্পের অধীনে সিলেট সদর উপজেলায় ৯২৮৫০টি মাস্ক বিতরণ করা হবে।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের যোগ্য নেতৃত্বে ব্র্যাক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত করোনা ভাইরাসের উচ্চ ঝুকিপূর্ন জেলাগুলোর মধ্যে ব্র্যাক ৩৫টি জেলায় করোনা প্রদুর্ভাব হ্রাস করণের লক্ষে এবং মৃত্যুহার রোধে ‘‘কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুর্গ’’ নামক প্রকল্পটি কাজ করবে।

মাস্ক বিতরণের পাশাপাশি ব্র্যাক সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবেন। কমিউনিটি গ্রুপ ও সাপোর্ট গ্রুপের সদস্যদের সহযোগিতা নিয়ে মাস্ক পরা, সামাজিক দুরত্ব বজায় রাখা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার চর্চা, লক্ষনযুক্ত ব্যক্তিকে কোয়ারেন্টাইন, আইসোলেসন এবং প্রয়োজনে নমুনা পরীক্ষায় উদ্বুদ্ধ করায় কাজ করবেন।

এছাড়া টিকা প্রাপ্যতার ভিত্তিতে টিকা গ্রহণে কমিউনিটি মানুষকে উদ্বুদ্ধ করা সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবেন। উপজেলা নির্বাহী অফিসার, সিলেট সদর ব্র্যাকের এ সময়োপযোগি কাজের ভূয়সী প্রশংসা করেন এবং জনসমাগম এলাকায় কাজ করার পরামর্শ দেন।

সিলেট সদর উপজেলার শাহপরান বাজারে মাস্ক বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেটের  পার্টনারশিপ স্ট্রেনদেনিং ইউনিটের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাক জেলা সমন্বয়ক অনিক আহম্মেদ অপু, জিজেডি আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল বাতেন, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি মো. ফারুক আহম্মেদ, সামাজিক ক্ষমতায়ন কর্মসুচী সিনিয়র জেলা ব্যবস্থাপক মো. কায়েম উদ্দীন, মাইক্রোফাইন্যান্স কর্মসূচি শাখা ব্যবস্থাপক সুভাশিষ চক্রবর্তী, কর্মসূচী সংগঠক সিইপি শ্যামল শর্ম্মা প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২১০ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930