শিরোনামঃ-

» দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট সিলেটের জরুরী বৈঠক সম্পন্ন

প্রকাশিত: ৩১. মে. ২০২১ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ
ভূমিকম্প সহ যেকোনে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমুলক জরুরী বৈঠক সম্পন্ন হয়েছে।

সোমবার (৩১ মে) রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার আব্দুল জব্বার জলিল।

প্রধান বক্তার বক্তব্য দেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।

বক্তব্যে তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সবসময় সজাগ থাকতে বলেন।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, কার্যকারী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল ও সুয়েব আহমেদ ইউনিট উপ-পরিচালক আব্দুস সালাম।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের প্রায় অর্ধশত স্বেচ্ছাসবকরা অংশগ্রহণ করেন।

কক্সবাজার থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দাবি তুলে ধরেন সিলেট ইউনিটের সাবেক যুব প্রধান ও বর্তমানে কোভিড-১৯ এর সিলেট ইউনিটের সমন্বয়ক জনাব মোহাম্মদ নাজিম খান।

সিলেট ইউনিটের উপ যুবপ্রধান-২ সোমা আক্তারের সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মুজিব খান ফাহিমের সঞ্চালনায় যুব সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্রীড়া ও সংস্কৃতির বিভাগীয় প্রধান আমিনা আহমেদ।

উক্ত সভায় প্রধান অতিথি ইউনিট কার্যালয় এবং যুব রেড ক্রিসেন্ট  কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ১টি ডেক্সটপ ও ল্যাপটপ  অনুদান করার প্রতিশ্রুতি দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930