শিরোনামঃ-

» মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

প্রকাশিত: ১৯. মে. ২০২১ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯ মে) সকাল ১১টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। সভায় মরহুম সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

জেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সুবেদার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, সুবেদার মেজর বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী, জকিগঞ্জ উপজেলা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মো. খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, দক্ষিণ সুরমা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুত্তালিব, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্দি দে, বীর মুক্তিযোদ্ধা আকলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মনির আলী, বীর মুক্তিযোদ্ধা ধরণী দাস, বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রনজিত চন্দ্র ধর প্রমুখ।

সভায় বলা হয়, যাচাই-বাছাইয়ের ব্যাপারে মুক্তিযোদ্ধারা কমিটিতে যে সিদ্ধান্ত দিয়েছে সেগুলোতেই সচ্ছতা থাকবে হবে।

বৈধ নির্বাচিত কমিটির মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদের ভাবমূর্তি পূণরুদ্ধার করতে হবে। আর যারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং মুক্তিযোদ্ধাদের সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তাঁদেরকে রুখতে সরকারের সহযোগিতা কামনা করছি।

বক্তারা বলেন, গণতন্ত্রের মানসকন্যা বাংলাদেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া শেখ হাসিনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। দেশে ফেরার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করছি।

আমরা চাই আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এগিয়ে যাবে এবং মুক্তিযোদ্ধাদের পাহাড়সম সমস্যার সমাধান হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোজ কপালী মিন্টু।

এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার

Share Button

Callender

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930