শিরোনামঃ-

» পুলিশ লাইনে সন্ধানী ফিজিওথেরাপী সেন্টার’র উদ্বোধন

প্রকাশিত: ১৯. মে. ২০২১ | বুধবার

কায়িক পরিশ্রম অপরাধ কমিয়ে মানুষিক স্বস্তি দেয় : এএসপি লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেছেন, শারীরিক পরিশ্রম দেহ এবং মন দু’টোই ভালো রাখে এবং আর্থিক উপার্জনে সহায়তা করে মানুষকে স্বাবলাম্বি করে তুলে। শারীরিক পরিশ্রম বিষন্নতা কমিয়ে সামাজিক ও মানুসিক স্বস্তি এনে দেয় এবং অনেক অপরাধ কর্মকান্ড থেকে মুক্ত রাখে। এমনকি শারীরিক পরিশ্রম করোনা ভাইরাসের মত মহামারী কিছুটা হলেও প্রতিরোধ করে। তাই শারীরিক সুস্থতার জন্য দায়িত্বশীল হয়ে নিজের প্রতি যত্ন নিতে হবে।

বুধবার (১৯ মে) সন্ধ্যায় সিলেট নগরীর মধুশহীদ মেডিকেল রোড জেলা পুশিল লাইনের পুনাক ভবনে সন্ধ্যানী ফিজিওথেরাপী সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

বয়স্ক বা শরীরিক সমস্যাজনিত ব্যক্তিবর্গকে চিকিৎকদের পরামর্শ অনুযায়ী অভিজ্ঞ এবং দক্ষ থেরাপীষ্টদের দ্বারা ফিজিওথেরাপীর সেবা নেওয়ার পরামর্শ দেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

এসময় অন্যান্যদের মাঝে উপাস্থিত ছিলেন, সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ডীন প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভূইয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোজাম্মেল হক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের এসএমটি ফিজিওথেরাপী ফিজিও মোঃ আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম শফিক, মি. অসিত রায়, মাহবুবুল হক প্রমুখ।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা ও বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ফিজিওথেরাপী নিতে পারবে সেবা গ্রহনাকারীগন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৪ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31