শিরোনামঃ-

» ফটো সাংবাদিক ইকবাল মনসুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২রা মে

প্রকাশিত: ০২. মে. ২০২১ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

আজ রবিবার (২রা মে) ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি, বিশিষ্ট ফটো জার্নালিস্ট ইকবাল মনসুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী।

২০১৭ সালের নভেম্বর মাসে অসুস্থ হয়ে পড়েন। বেশকিছুদিন লিভার ক্যান্সারে অসুস্থ থাকার পর বাংলাদেশ ও ভারতে উন্নত চিকিৎসা শেষে চিকিৎসাধীন অবস্থায় ২০১৮ সালের ২ মে ভোরে তিনি নগরীর নিজ বাসা শেখঘাট মজুমদারপাড়াস্থ বাসায় ইন্তেকাল করেন। ইকবাল মনসুর ১৯৭১ সালের ৫ এপ্রিল সিলেট নগরীর মনিপুরী রাজবাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা মরহুম নওশের আলী, মাতা জাহানারা বেগম। মৃত্যুকালে তিনি তার একমাত্র মেয়ে জেমিমা ইকবাল পৌষি, মা, বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে গত শুক্রবার কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজ রবিবার (২ মে) দুপুর ২টায় নগরীর জিন্দাবাজার সিতারা ম্যানশনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও সাধারণ সম্পাদক আশকার আমিন লস্কর রাব্বি অনুরোধ জানিয়েছেন।

ইকবাল মনসুর সাংবাদিকতা জীবনে তদন্ত রিপোর্ট সহ বিভিন্ন সাপ্তাহিকে কাজ করলেও ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে দৈনিক যুগভেরীতে যোগদানের মাধ্যমে দৈনিক পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন।

তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত দৈনিক শ্যামল সিলেট পত্রিকা ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728