শিরোনামঃ-

» মাহে রমজান উপলক্ষ্যে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে অসহায় দারিদ্র অসহায় পরিবারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক মিছবাহ উদ্দিন চৌধুরী রূপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বিশেষ পুলিশ সুপার (পি.বি.আই) মো: হুমায়ুন কবির।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওশাদ আহমদ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পি.পি.) সিলেট মহানগর দায়রা জজ আদালত, আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী স্বপন, মোতাওয়াল্লী ছন্দানীটুলা জামে মসজিদ, সাবেক মোতাওয়াল্লী মো: ছাদ উদ্দিন আহমেদ এবং মো: সেলিম রাজা, আব্দুল হান্নান, মঞ্জুর আহমেদ চৌধুরী, আনিসুর রহমান আনিস, নবপুষ্প ক্রীড়া ও সমাজ কল্যান সংস্থার সভাপতি আজহারুল কবির চৌধুরী সাজু, উদ্দিপন ক্রীড়া ও সমাজ কল্যান সংস্থার সভাপতি শাহিন রাজা, সোবহানী ট্রাষ্ট ইউ.কে বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ইসমাইল আব্দুল্লাহ শিহাব, সিলেট মহানগর মুয়াজ্জিন কল্যাণ সমিতির সহ সভাপতি মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আব্দুল বাতেন, প্রভাষক আব্দুর রব, আজাদ মিয়া প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাবের অন্যতম প্রতিনিধি এম. এ. তামিম সিদ্দিকী। প্রতিনিধিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইরফান আহমেদ জুনেদ, কামাল আহমেদ, জুবের আহমেদ, মোহাম্মদ মজিদ, সাকিব খান, নুরুল আমীন, এড. জামিউল ইসলাম জামি, মো: মজিদ, তায়েফ হোসেন, তাসনিম আবেদিন, জাহিদ হাসান, মুন্না চৌধুরী, ইউসুফ আহমেদ রাহিম, আরমান আহমদ, রুহান আহমেদ।

সংগঠনের প্রধান উপদেষ্টা কবির আহমেদ শামিম, যুগ্ম আহবায়ক রিপন বখত, কার্যকরী সদস্য রাব্বি আহমেদ, মুহিবুর রহমান মুহিব, মো: ফারুক ইসলাম, মো: দেলোয়ার হোসেন, সুলতান আহমেদ ছনি, উমেদ খান সজিব, মো: মিজান মুন্না, সাহিদুল হক রাসেল এই মহতী উদ্যোগে বিশেষ ভূমিকা পালন করেন।

উক্ত অনুষ্ঠানে শতাধিক পরিবারদের মধ্যে সমস্ত রমজান মাসের প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ হয়।

অনুষ্ঠানে বক্তারা এই মহতী উদ্যোগের জন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে প্রত্যেক এলাকায় প্রবাসীদের সংগঠিত হয়ে দেশের অসহায় মানুষদের পাশে আসলে সমাজে ধনী গরিবের ভেদাভেদ দূর হয়ে যাবে। দেশের ক্রান্তিলগ্নে সব সময় প্রবাসীরা নিজ উদ্যোগে অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছেন।

বর্তমানে এর ব্যতিক্রম হয়নি। প্রবাসীরা সব সময় নিজেদের সামর্থ অনুযায়ী দেশের ও দেশের মানুষের সাহায্যে কাজ করছেন।

বক্তারা বলেণ, দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের প্রত্যেকেরই উচিত সামর্থন অনুযায়ী অসহায়দের সাহায্যে এগিয়ে আসা। বক্তারা সমাজের সকলকে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৫ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031