শিরোনামঃ-

» সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার দাবীতে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করে।

মানববন্ধনে বক্তারা ব্যবসায়ীদের কথা বিবেচনা করে লকডাউন প্রত্যাহারের দাবী জানান এবং স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনার লক্ষ্যে সুযোগ প্রদানে সরকারের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ফুয়াদ বিন রশীদ, আবুল কালাম আজাদ, আজির উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী মাখন, আব্দুর রহিম, মো. হাবিবুর রহমান, মোস্তফা মেহেদী হাসান খান, সাব্বির আহমদ লোকমান, সোহেল ওসমানী গণি, জাবেদুর রহমান, শাহ নেওয়াজ শাকিল, জাহাঙ্গীর হোসেন খান, আব্দুল আহাদ প্রমুখ।

ব্যবসায়ীরা আরো বলেন, আমরা অনেকেই ঋণগ্রস্থ। গত বছরে বিভিন্ন উৎসবে আমরা ব্যবসা পরিচালনা করতে না পাড়ায় এখনও অনেকেই ক্ষতিগ্রস্থ।

দোকানের কর্মচারী সহ আমরা ব্যবসায়ীরা মারাত্মক ঝুঁকির মধ্যে আছি। এমতাবস্থা চলতে আমাদের রাস্তায় বসা ছাড়া আর কোন উপায় থাকবে না। তাই আমরা জনদরদি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭০ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30