শিরোনামঃ-

» বিশ্বনাথে হতদরিদ্র ৫৭ জন পেলেন নগদ অর্থ

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০২১ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী আবদুল কালামের উদ্যোগে এলাকার ৫৭ জন হতদরিদ্রের মধ্যে ১৮শ’ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার রামধানা গ্রামে তার নিজ বাড়িতে হাজী মরতুর্জ আলী, মোছা. আমিরুন বিবি ও হাজী রহিম স্মরণে এই অর্থ বিতরণ করা হয়।

‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’ পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল লেইছের সভাপতিত্বে ও সংগঠক একেএম তুহেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ও অলংকারী ইউপির সাবেক সদস্য রাজুক মিয়া রাজ্জাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশিষ্ট মুরব্বী আছাব আলী, শামছু মিয়া লালা ও আলা উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী হুশিয়ার আলী, ‘গরীব অসহায় কল্যাণ ফান্ড’র সেক্রেটারী হারুনুর রশিদ, সহ-সেক্রেটারী খালেদ আহমদ বাদশা, কোষাধ্যক্ষ আসাদ আহমদ, সহ-কোষাধ্যক্ষ তছির আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রানা সরকার, সদস্য মঈন উদ্দিন, সংগঠক আব্দুল মছব্বির ও আব্দুল্লাহ।

শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, রামধানা জামে মসজিদের মোয়াজ্জিন শানুর আলী।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031