শিরোনামঃ-

» যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শ্রদ্ধার আসনে আসীন থাকবেন : এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২১ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, যতদিন বাঙালি জাতি থাকবে, ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শ্রদ্ধার আসনে আসীন থাকবেন। বিশ্বের আর কোন রাষ্ট্র প্রধান বা নেতা জাতির স্বাধীনতা ও উন্নয়ন রাষ্ট্রগঠনের জন্য জীব দিয়েছেন এমন দৃষ্টান্ত বিরল। আমাদের জন্য তাঁর এই আত্মত্যাগ তিথিক্ষার জনই তো তিনি জাতির পিতা।

দীর্ঘ রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতিকে পরাদীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। ক্ষুধা, দরিদ্র ও অশিক্ষার অন্ধকার থেকে মুক্ত করে উন্নয়ত জীবন নিশ্চিত করা।

রবিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব ডা. এম. এ. রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. বশির আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, ওসমানী যাদুঘরের সহকারি কিপার মো. জিয়ারত হোসেন খান, হাওর উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি সুরঞ্জিত বর্মন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদ আলহাজ্ব খালেদ হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইউসুফ সেলু, যুব উন্নয়ন পরিষদের সাধারণ সাংবাদিক খালেদ মিয়া, সম্পাদক মো. মামুন চৌধুরী, মো. আব্দুল বারী, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সদস্য পবিত্র রঞ্জন দাস প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৭ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031