শিরোনামঃ-

» মাস্ক না পরায় বড়লেখায় ২৬ জনকে জরিমানা

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২১ | শনিবার

বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলামঃ
মাস্ক না পরার অপরাধে মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকায় ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬টি মামলা করা হয়।

এসব মামলায় ১০ হাজার ১’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না।

তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।

অভিযানে সহায়তা করেন, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেছেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এই সংবাদটি পড়া হয়েছে ২৫১ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031