শিরোনামঃ-

» তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮

প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২১ | শুক্রবার

আন্তর্জাতিক ডেস্কঃ

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮
তাইওয়ানে টানেলের মধ্যে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮ এ দাঁড়িয়েছে।

এছাড়া আহত হয়েছেন অন্তত ৬৬ জন। দ্বীপটিতে গত ৪০ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। খবর রয়টার্সের।

ট্রেনটি প্রায় ৫০০ যাত্রী নিয়ে তাইপেই থেকে তাইতুং যাচ্ছিল।

যাত্রীদের অধিকাংশই ছিল পর্যটক ও লম্বা ছুটিতে ঘরমুখো মানুষ। পথিমধ্যে হুয়ালিয়েন এলাকার কাছাকাছি একটি টানেলের মধ্যে লাইনচ্যুত হয় সেটি।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় ট্রেনের বগিগুলো ছিন্নবিচ্ছিন্ন ও বেশ কয়েকটি দুমড়েমুচড়ে গেছে।

উদ্ধারকারীরা সেখানে আটকেপড়াদের উদ্ধারে প্রাণান্ত চেষ্টা করছেন। তবে বিকেল পর্যন্ত এখন আর কেউ ট্রেনের ভেতরে আটকে নেই।

তাইওয়ানিজ গণমাধ্যমগুলোর দাবি, ট্রেন পরিপূর্ণ থাকায় ভেতরে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। দুর্ঘটনার সময় তারা ছিটকে পড়েন।

স্থানীয় একটি টেলিভিশনের খবরে এক নারী বলেন, ‘একেকজন মানুষ আরেকজনের গায়ের ওপর পড়ছিল। এটি ভয়াবহ ছিল। সেখানে অনেকের পুরো পরিবার ছিল।’

তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ট্রেনের চলার পথে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

দমকল বিভাগ প্রকাশিত ছবিতে লাইনচ্যুত ট্রেনের কাছে পড়ে থাকা কিছু ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, যা ওই ট্রাকটির অংশ হতে পারে।

তাইওয়ানের পূর্ব উপকূলীয় পবর্তময় এলাকা একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। ১৯৭৯ সালে চালু হওয়া তাইপেই-হুলিয়ান রেলপথে বেশ কয়েকটি টানেল রয়েছে।

২০১৮ সালে দ্বীপটির উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন নিহত এবং ১৭৫ জন আহত হয়েছিলেন।

এর আগে, ১৯৮১ সালে উত্তর তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছিল।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930