শিরোনামঃ-

» এয়ারপোর্ট থানায় চোরাই গরু সহ তিন জন আটক

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০২১ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর অনুমান ২টা ৪০ মিনিটে সাইদুল ইসলাম কুটি (৫৫), পিতা-মৃত জালাল উদ্দিন, সাং-বাইশটিলা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এর বসতবাড়ী হতে ১টি কালচে খয়েরী রংয়ের গাভী গরু, যার মূল্য অনুমান ৪০ হাজার টাকা একটি সিএনজি অটোরিক্সাযোগে চুরি করে নিয়া যাওয়ার সময় এলাকার স্থানীয় লোকজন আসামী ১। জাবেদ আহমদ (২৩), পিতা-আরব আলী, সাং-কানুয়া, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, বর্তমান সাং-কালিবাড়ী, বাসা নং-৩০২, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। আকাশ আহমদ (২০), পিতা-সিরাজ মিয়া, সাং-মেঘরগাঁও, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-কালিবাড়ী, বাসা নং-২০২, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ৩। আল আমিন (২৪), পিতা-মহর আলী, সাং-স্বরমঙ্গল (অংশ, সরমংগল), থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-শেখঘাট, বাসা নং-১১২, বেতেরবাজার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট-দেরকে চোরাইকৃত গরু ও সিএনজি আটক করে থানায় সংবাদ প্রদান করলে তাৎক্ষনিক থানা এলাকায় ডিউটিরত দিবাকালীন সিয়েরা-৩১ এর অফিসার এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ সঙ্গীয় সিয়েরা-৩৩ এর অফিসার এএসআই(নিঃ)/তরনী কান্ত দাশ ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্ণিত আসামীগন এবং চোরাইকৃত গরু সহ চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি নিজ হেফাজতে নেন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

বাদী থানা উপস্থিত হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ঘটনার বিষয়ে এজাহার দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তাং-০১/০৪/২০২১খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়।

সুত্র: এসএমপি মিডিয়া

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৫ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728