শিরোনামঃ-

» উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : এম কাজী এমদাদুল ইসলাম

প্রকাশিত: ২৮. মার্চ. ২০২১ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ স্বীকৃতি পাওয়ায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপানী দিন রবিবার (২৮ মার্চ) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অশিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ কাজী মহুয়া মমতাজ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।

সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, এদেশের গণমানুষের আশা-আকাংক্ষার শেষ ভরসাস্থল, সর্বকালের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য নেতৃত্বেই একসময়ের স্বল্পোন্নত ক্ষুদ্র অর্থনীতির দেশ আজ উন্নয়নশীল দেশ হওয়ার পথে সব আয়োজন চূড়ান্ত করেছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৭ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728