শিরোনামঃ-

» হরতালের সমর্থনে সিলেটে হেফাজতের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২১ | শনিবার

ঈমানী দায়িত্ব আদায়ে হরতাল সফল করুন

স্টাফ রিপোর্টারঃ
নরেন্দ্র মোদি আগমণের প্রতিবাদে মুসল্লিদের মিছিলে পুলিশের হামলা ও ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আগামীকাল রবিবার (২৮ মার্চ) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সিলেটে হেফাজতে ইসলামের বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
শনিবার (২৭ মার্চ) বাদ আছর নগরীর বন্দরবাজারস্থ জামে মসজিদের সামনে থেকে প্রচার মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম কেন্দ্রীয় নায়বে আমীর ও সিলেট জেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির সভাপতিত্বে ও জামেয়া মাদানীয়া কাজিরবাজারের প্রিন্সিপাল হেফাজত নেতা মাওলানা সামিউর রহমান মুসার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা রেজাউল করিম জালালী, জেলা হেফাজত নেতা মাওলানা ফয়জুল হাসান কাদিমানী, মহানগর হেফাজত নেতা মাওলানা খলিলুর রহমান, মাওলানা শাহ মমশাদ আহমদ, জেলা হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসাইন, মহানগর হেফাজত নেতা মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা এমরান আলম, মাওলানা সৈয়দ সলিম ক্বাসেমী, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মাওলানা নজমুদ্দিন ক্বাসেমী, মাওলানা মাহমুদ শুয়াইব, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা ফাহাদ আমান, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আমিন আহমদ রাজু, আসলাম রাহমানী, মাওলানা হাফিজ কবির আহমদ, মাওলানা হারুন রশিদ, মাওলানা লুৎফুর রহমান, আবু সুফিয়ান, আবু বক্কর সিদ্দিক, আবুল খয়ের, আব্দুল করিম দিলদার, মাওলানা একরামুল হক জুনেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী কাল দেশব্যাপী হেফাজতের শান্তিপূর্ণ হরতাল সফলের আহ্বান জানিয়ে বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। শহিদী তামান্না আগামীকাল সিলেট সহ প্রতিটি উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালন করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮১ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031