শিরোনামঃ-

» শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘের বর্ষব্যাপী উৎসবের উদ্বোধন

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২১ | শনিবার

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

শনিবার (২৭ মার্চ) গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ঠাকুর বাড়ীতে সকাল ১১টায় বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘের যুগপূর্তি ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬ তম শুভ আর্বিভাব স্বরণ উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সংঘের সভাপতি প্রমথ সরাকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দে রাধেশ্যাম এর পরিচালনায় উৎসব উদ্বোধন করেন, প্রধান অতিথি ভাগবত রসতত্ব আচার্য্য, শ্রীপাদ গোবিন্দলাল গোস্বামী, বক্তব্য রাখেন ড. প্রকৃতি মিশ্র, নন্দলাল গোস্বামী, সমিরন সরকার, দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ।

বক্তাগন মহাপ্রভুর মহামন্ত্রে দিক্ষীত হয়ে সকল বেদাভেদ ভূলে তার নামে উদভাসীত হয়ে ইহকালীন মুক্তি ও পরকালীন শান্তির অন্মেশায় ব্রতি হওয়ার আহবান জানান সকলের প্রতি বিনম্র চিত্তে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031