শিরোনামঃ-

» জেলা বিডিইআরএম এর বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

প্রকাশিত: ২১. মার্চ. ২০২১ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের উদ্যোগে রবিবার (২১ মার্চ) বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টস্থ কালেক্টর জামে মসজিদের সামনে সকাল সাড়ে ১০টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনজু রবি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা লুৎফুর রহমান মোল্লা, সহ-সভাপতি মতিলাল বাল্মকি, মিনা রানী ঋষি, দক্ষিণ সুরমা উপজেলার বিডিইআরএম এর কমিটির আহ্বায়ক রুহিত লাল রবি দাস, প্রচার সম্পাদক শুভতোষ ঋষি শুভ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আবু রবি দাস, সাহেদা বেগম, সদস্য নানকা রবি দাস, অনন্ত কুমার ঋষি, শিবু ঋষি, সুচিত্র রানী ঋষি, কুমতারা রানী ঋষি, শছিন্দ্র ঋষি, মিনতরানী ঋষি, সর্মিলা রানী ঋষি, শেফালী রানী ঋষি, বিজয় ঋষি, সুমিত্রা রানী ঋষি, মধুসুদন রায়, রানা চন্দ্র দাস, গোপাল দাস, রুফেন দাস, যাত্রা পাল, রুকিয়া বেগম, চন্দনা বেগম, নাজিম উদ্দিন, সামছুদ্দিন, লায়েক আহমদ, মতিলাল দাস, সুভাষ তালুকদার, লক্ষী রানী ঋষি, শুভংকরি রানী ঋষি, প্রিয় লাল ঋষি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিক বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করতে হবে। আদমশুমারী-২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে।

জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বরাদ্দ বৃদ্ধি করতে হবে। সকল মহানগরী ও পৌরসভা সমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে।

সভাপতির বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনির পিতা শেখ লুৎফুর রহমান, মাতা সাহেরা খাতুন। এই বিশ্ববনেণ্য মহামানব মহানায়কের জন্ম হয়েছিল বলে আমরা বাঙ্গালী জাতি আজ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930