শিরোনামঃ-

» জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদেরকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২০. মার্চ. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটিতে পূনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় জাকারিয়া আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, কোষাধক্য সাহাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ সহ সিলেট জেলা সিএজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ৭০৭ এর জেলা কার্যকরি কমিটির ঐক্য পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দেরকে মৌলভিবাজার লাইন উপ-পরিষদের উদ্যোগে শনিবার (২০ মার্চ) বিকাল ৩টায় দক্ষিণ সুরমা ষ্টেশন রোড ভার্থখলায় এ সংবর্ধনা প্রদান করা হয়।

মৌলভিবাজার লাইন উপ-পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও রাজা আহমদ রাজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ।

এসময় বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং- চট্ট ৭০৭ এর সহ-সভাপতি সুন্দর আলী খাঁন, প্রধান নির্বাচন কমিশনার মানিক মিয়া, দপ্তর সম্পাদক কাওছার মিয়া, মৌলভীবাজার লাইন উপ-পরিষদের সম্পাদক জালাল উদ্দিন, সাবেক সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী, তামাবিল উপ-পরিষদের সভাপতি লিটন আহমদ, শাহী ঈদগাহ উপ-পরিষদের সম্পাদক এম বরকত আলী, শাহজালাল উপশহর উপ-পরিষদের সভাপতি মুহিবুর রহমান, হুমায়ুন রশিদ চত্ত্বর উপ-পরিষদের সম্পাদক মফিজুল ইসলাম মিলন, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সম্পাদক শিবলী আহমদ, টিলাগড় উপ-পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুজন মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া আহমদ বলেন পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। নিজের স্বার্থ নয় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্যই সততার সাথে নিরলসভাবে কাজ করতে হবে। তাহলে সমাজে খেটে খাওয়া মানুষ চিকিৎসা সেবা কিংবা কাউকে অনাহারে থাকতে হবে না।

আজকের এই সংবর্ধনা আমাদের নয়, চল্লিশ হাজার সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকদের। সকলের এই ভালোবাসা আমাদের আগামী দিনের সাংগঠনিক কর্মকান্ডকে আরো বেগবান করবে বলে আমি বিশ্বাস করি।

যারা এ সংবর্ধনার আয়োজন করেছে তারা প্রশংসার দাবীদার। তাদের এ দেখনির মাধ্যমেই অন্যান্যরাও এ ধরনের ধারাবাহিকত অব্যাহত রাখবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৪ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031