শিরোনামঃ-

» তমদ্দুন মজলিসের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন

প্রকাশিত: ১৫. মার্চ. ২০২১ | সোমবার

স্বাধীন দেশের নাগরিক হিসেবে সকল অন্যায়ের বিরুদ্ধে শীর উঁচু করে দাড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব : প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর

স্টাফ রিপোর্টারঃ

তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখার সভাপতি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেছেন বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়ার দাবীতে তমদ্দুন মজলিসই সর্ব প্রথম পুস্তিকা প্রকাশ করে জনগণকে ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগায়।

পরবর্তীতে এই আন্দোলন মহীরুহ ধারণ করে এবং আমরা সফল হই। একই রকমভাবে একটি বৈষম্যপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এবং এক্ষেত্রেও সফলতা আসে এবং আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নেই। তিনি বলেন ভাষা পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে সকলকে সজাগ দৃষ্টি নিয়ে কাজ করতে হবে। আতাউর রহমান পীর বলেন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সকল অন্যায়ের বিরুদ্ধে শীর উঁচু করে দাড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখা ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দু’মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ মার্চ) নগরীর ইউনাইটেড সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তমদ্দুন মজলিস সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইডেন গার্ডেন কলেজের রেক্টর প্রভাষক আ ন ম ইয়াহিয়া, বিয়ানীবাজার কামিল মাদরাসার সহকারী শিক্ষক প্রভাষক মুহিনুর রহমান এবাদ, এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মামুনুর রশীদ, রোটারী ক্লাব অব সিলেট প্রাইড’র জেনারেল সেক্রেটারি মুহাম্মদ রেজওয়ানুল হক, পান্ডুলিপি প্রকাশনীর পরিচালক প্রকাশক বায়েজিদ মাহমুদ ফয়সল, প্রজন্ম ইয়ুথ হাব’র সভাপতি এম আলমগীর হোসাইন, ঝর্ণা তরুণ সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ, ফরওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক নবীবুর রহমান মুহিব, পেন্সিল কোচিং সেন্টারের পরিচালক মুহাম্মদ শফি উদ্দিন, ফুলের হাসি পাঠক ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জলীল, সমাজসেবা সম্পাদক লিটন আহমদ জুম্মান, স্বপ্নঘুড়ি আসর সভাপতি বখতিয়ার আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক সাকিব আল হাসান, ভোরের আলো বন্ধুসভা এম সি কলেজের অনুষ্ঠান পরিচালক নাঈমা সুলতানা চাদনী প্রমুখ। শিশু কিশোরদের কলকাকলীতে মুখর প্রাণবন্ত এই অনুষ্ঠানে সিলেটের প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর মধ্যে তমদ্দুন মজলিস আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২০৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930