শিরোনামঃ-

» মানব বদন বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৫. মার্চ. ২০২১ | সোমবার

ডা. শামীম রেজার কবিতায় দেহ তাত্ত্বিকতার সাথে মনস্তাত্ত্বিক সম্পর্ক ঘটেছে

স্টাফ রিপোর্টারঃ

রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কবি ও কথা সাহিত্যিক ওয়াহিদ সারো বলেছেন, কবি মোঃ শামীম রেজার কবিতার মূখ্য বিষয় মাটি ও মানুষ। তার কবিতায় দেহ তাত্ত্বিকতার সাথে মনস্তাত্ত্বিক সম্পর্ক ঘটেছে।

একজন ডাক্তার তার প্রচন্ড ব্যস্ততা স্বত্ত্বেও আমাদের সাহিত্যাঙ্গনকে উপহার দিয়েছেন চমৎকার অলঙ্করণ ও চিত্রকল্পের কবিতা।
ছোট কাগজ বুনন থেকে প্রকাশিত ডা. শামীম রেজার কবিতা বই মানব বদন পাঠ উন্মোচনে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় একাত্তর অফসেট প্রেসের অফিসে বুনন সম্পাদক ও প্রকাশক কবি খালেদ-উদ-দীন এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মহাশিং সম্পাদক কবি জাকির মোহাম্মদ, বইকথা সম্পাদক অধ্যাপক শামসুল কিবরিয়া ও সাংবাদিক ইফতেখার শামীম প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৩ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031