শিরোনামঃ-

» হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ জেলা ও মহানগরের আলোচনা সভা

প্রকাশিত: ০৯. মার্চ. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে মদন মোহন কলেজে এই আলোচনা সভা হয়। আলোচনা সভায় হিন্দু নারীদের পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকারী আইন নিয়েও ব্যাপক আলোচনা করা হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি মাধুরী গুণের সভাপতিত্বে ও সদস্য সচিব বীনা সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, সহ সভাপতি গীতা বিশ্বাস, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য জয়ন্ত সেন দীপু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ। এছাড়াও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৪ বার

Share Button

Callender

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930