» সাইক্লোনের আন্তর্জাতিক নারী দিবস পালন; মানুষ হিসেবে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে : জুলিয়া যেসমিন মিলি

প্রকাশিত: ০৮. মার্চ. ২০২১ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ
ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন কেন্দ্রীয় সংসদ।
নারীদের নেতৃত্বে পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক জুলিয়া যেসমিন মিলি।
আজ সোমবার (৮ মার্চ) বিকেলে জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে সাইক্লোনের কার্যকরী পরিষদ সদস্য ঔপন্যাসিক আলেয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে সমাজ উন্নয়নে সিলেট বিভাগে শ্রেষ্ঠ জয়িতা আছিয়া খানম সিকদার।
সম্মানিত অতিথি হিসেবে সংগঠক মাসুদা সিদ্দিকা রুহি, সংগঠক ইছমত হানিফা চৌধুরী উপস্থিত ছিলেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জালালাবাদ কলেজের প্রভাষক ইশরাক জাহান জেলি এবং সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জালালাবাদ টিটি কলেজের প্রভাষক তানজিনা জামান চৌধুরী।
কবি নাঈমা চৌধুরীর উপস্থাপনায় সভায় আলোচনায় অংশ নেন সাইক্লোন সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদ, লেখক সংগঠক সেলিম আউয়াল, লেখক কলামিস্ট সালেহ আহমদ খসরু, রোটারিয়ান আবদুল মালিক সুজন, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, ফটো জার্নালিস্ট আবদুল বাতিন ফয়সল, এডভোকেট আবদুস সাদেক লিপন, কলামিস্ট আবদুল হক, কবি কামাল আহমদ, আঙ্গুর রাজা চৌধুরী, আফিয়া সুলতানা, ফাহমিদা চৌধুরী, ডলি সিকদার, শিপা চৌধুরী।
অনুষ্ঠানে বিশিষ্ট কবি নার্গিস জাহানকে নিয়ে সাইক্লোন আয়োজিত লেখক আড্ডা স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জুলিয়া যেসমিন মিলি বলেন, নারী হিসেবে নয়, মানুষ হিসেবে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এই প্রচেষ্টা-সচেতনতাবোধ শুধু একটি দিবসে নয় পুরো বছর জুড়ে থাকতে হবে। এক্ষেত্রে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে আছিয়া খানম সিকদার বলেন, নারীর অবস্থা অতীতের চেয়ে অনেক উন্নত হয়েছে। তবে এটা স্বীকার করতে হবে এদের সংখ্যা কম, সকল নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হলেই আমরা নিজেদেরকে সফল বলতে পারবো।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930