শিরোনামঃ-

» গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ পালিত

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২১ | রবিবার

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।

রবিবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা প্রাঙ্গনে জাতির পিতার শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ। এরপরে একে একে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, পৌর আওয়ামীলীগ, গোলাপগঞ্জ প্রেসক্লাব।
উপজেলা পরিষদ
প্রথমেই উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবীরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, এসিল্যান্ড অনুপমা দাস, ওসি হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, সমবায়ক কর্মকর্তা জামাল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবা অফিসার নুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার প্রমুখ।
মুক্তিযোদ্ধা কমান্ড
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা আকমল আলী সহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগ
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামীলীগ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আলি আকবর ফখর, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, কামাল আহমদ, আবু সুফিয়ান আজম, হোসেন আহমদ প্রমুখ।
পৌরসভা
গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের নেতৃত্বে পৌরসভা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন – কাউন্সিলর জবান আলী,  সংরক্ষিত মহিলা কাউন্সিলর  প্যানেল মেয়র (৩)মনোয়ারা ফেরদৌস মনাক্কা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামীলীগ
পৌর আওয়ামীলীগ দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আরিফ চৌধুরী কফি, সাধারণ সম্পাদক রুহেল আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, আশিদুর রহমান আশাই, হাদিউজ্জামান মাছুম, আব্দুল মুকিত, পারভেজ উদ্দিন, ইমরুল হানিফ, আজির উদ্দিন, আফজল হোসেন সোহেল, আব্দুস সালাম শিপলু, জয়নাল আহমদ, সোহেল আহমদ, আখতার হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান কামিল, শান্ত দাস, রুহুল ইসলাম প্রমুখ।
গোলাপগঞ্জ প্রেসক্লাব
গোলাপগঞ্জ প্রেসক্লাব  সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে গোলাপগঞ্জ প্রেসক্লাব।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী , সদস্য  ফারহান মাসউদ আফছর, সাংবাদিক মেহেদী হাছান,  সাইদুল ইসলাম মাহের, আবিদ আহমদ  প্রমুখ।
পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির এর সভাপতিত্বে ও সমবায় কর্মকররতা জামাল মিয়া ও এসআই আশীষ তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ভাইসচেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনর রশীদ চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, বীরমুক্তিযুদ্ধা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৩ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031