শিরোনামঃ-

» দু’দফা জানাজার নামাজ শেষে ফারুকীর দাফন কানাইঘাটে সম্পন্ন

প্রকাশিত: ০৪. মার্চ. ২০২১ | বৃহস্পতিবার

কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেট শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদ ও কানাইঘাটে দু’দফা জানাজার নামাজ শেষে সমাজসেবী ও শিক্ষানুরাগী সালিশ ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী কানাইঘাট উপজেলার জুলাই ভবানীগঞ্জ নিবাসী সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুলের পিতা মাওলানা হাজী সাজ্জাদুর রহমান ফারুকীর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান সাজ্জাদুর রহমান ফারুকী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। কানাইঘাট প্রেসক্লাবের সভাপতির পিতা সাজ্জাদুর রহমান ফারুকীর প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ যোহর দরগা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাযে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী সহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করেন।

বাদ আছর মরহুমের নিজ গ্রাম কানাইঘাট জুলাই ভবানীগঞ্জ মসজিদ সংলগ্ন মাঠে দ্বিতীয় জানাজার নামায অনুষ্ঠিত হয়। জানাজায় কানাইঘাটের বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক হাজার মানুষ শরীক হন। পরে তার লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

সাজ্জাদুর রহমান ফারুকীর দু’টির জানাজার নামাযে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, সাবেক সাংসদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য সামছুজ্জামান বাহার, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সিলেট উত্তর জামায়াতের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, বিপি মাহবুবুল হক চৌধুরী সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হান্নান, সিলেটের সিনিয়র সাংবাদিক বাবর হোসেইন, নাসির উদ্দিন, আব্দুল হালিম সাগর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, জেলা যুব দলের সাবেক সাধারন সম্পাদক কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবিব আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর শরীফুল হক, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, জেলা যুব সংহতির সাধারণ সম্পদক ও জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, সিলেট বারের আইনজীবি আওয়ামীলীগ নেতা মামুন রশিদ, এডঃ আব্দুল খালিক, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, ৪নং সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুল ইসলাম, আব্দুল মুহিন চৌধুরী, আহমদ সুলেমান, সমাজসেবি অধ্যাপক আব্দুর রহিম, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক তাওহিদুল ইসলাম, সমাজসেবি আজমল হোসেন, সাতবাঁক ইউপি আওয়ামীলীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুন নূর, আল্লামা মুশাহিদ বায়মপুরীর সাহেবজাদা মাওলানা জামিল আহমদ।

জানাজার নামাজ পূর্ব বিশিষ্ট জন সাজ্জাদুর রহমান ফারুকীর জীবনীর উপর আলোকপাত করে বলেন তিনি ছিলেন পূর্ব সিলেটের একজন সৎ সাহসী ও সর্বজন শ্রদ্ধেয় সালিশ ব্যক্তিত্ব।

সবসময় তিনি বৃহত্তর জৈন্তিয়ার বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করে ছিলেন। কানাইঘাটের অসংখ্য উন্নয়ন মূলক কর্মকান্ডে সাজ্জাদুর রহমান ফারুকীর অবদান রয়েছে।

সালিশ ব্যক্তিত্বের পাশাপাশি তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন সমাজসেবী শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।

তার মৃত্যুতে কানাইঘাটবাসী তথা পূর্ব সিলেটের মানুষ তাদের একজন প্রিয় অভিভাবককে হারিয়েছেন। আল্লাহ রাব্বুল আল আমিন তাকে যেন জান্নাতবাসী করেন সেই কামনা করেন সবাই।

এদিকে প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুলের পিতা সাজ্জাদুর রহমান ফারুকীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031