শিরোনামঃ-

» হাওড় বাঁধ নির্মাণ না হওয়ার প্রতিবাদে কোর্ট পয়েন্টে মানববন্ধন

প্রকাশিত: ০১. মার্চ. ২০২১ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

সোমবার (১ মার্চ) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে হাওড় উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নির্ধারিত সময়ে হাওড় বাঁধ নির্মাণ না হওয়ার প্রতিবাদে এবং বৃহত্ত সিলেট বিভাগের বিদেশগামী কর্মীদের স্মার্ট কার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে হাওরের বেরী বাধ নির্মাণ কাজ সম্পূর্ণ না হলে সিলেটবাসী সহ হাওরবাসীকে সাথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। বক্তারা বৃহত্তর সিলেট বিভাগের বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড জনশক্তি অফিসের মাধ্যমে প্রদানের দাবী জানান।

হওয়র উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরঞ্জিত বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খালেদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনোরঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা ওয়াহিদ মিয়া, তোফায়েল আহমদ, সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ সেলু, সিলেট জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সদস্য সচিব মামুন চৌধুরী, আখলাকুর হোসেন, সামিদুল হক, সুরঞ্জন দাস প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার

Share Button

Callender

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031