শিরোনামঃ-

» ৯ দফার দাবিতে স্কপ সিলেট জেলার মতবিনিময় সভা

প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

রাষ্ট্রীয় পাঠকল সহ কলকারখানা রক্ষা, গনতান্ত্রিক শ্রম আইন, নায্য মজুরী ও ট্টেড ইউনিয়ন অধিকার রক্ষা সহ ৯ দফা দাবীর ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার প্রেক্ষিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ সিলেট জেলা উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এ সভার আয়োজন করা হয়।

স্কপ সিলেট জেলা শাখার আহ্বায়ক ও জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও স্কপ সিলেট জেলার সদস্য সচিব ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্ববায়ক আবু জাফরের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্টেড ইউনিয়ন সংঘ এর সহ-সভাপতি খলিলুর রহমান খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, জাতীয়তাবাদী শ্রমিক দল এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী।

এছাড়াও আরোও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট মহানগর এর সভাপতি ইউনুস আলী, ট্টেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সভাপতি সুরুজ আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিলেট জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সহ-সভাপতি দীন বন্ধু পাল, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সাধারণ সম্পাদক সাদেক মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, সিলেট মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের শ্রমজীবী মানুষের উপর বহুমুখী আক্রমণ চলছে। পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে রাষ্ট্রীয় সকল কলকারখানা বন্ধ করার যে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে তাতে জনগণের সম্পদ যেমন হাতছাড়া হয়ে যাচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছে শ্রমিক কর্মচারীরা।

দুর্নীতিগ্রস্ত মাথাভারি প্রশাসন, বিশ্বব্যাংক, আইএমএফ এর প্রভাবে বেসরকারিকরণের নীতি অনুসরণ করা হচ্ছে।

বক্তারা বলেন, এক দিকে শ্রমিকদের স্বার্থ রক্ষা অন্যদিকে জনগণের সম্পদ হিসেবে রাষ্ট্রের কারখানা, জমি, যন্ত্রপাতি ও শ্রমিক স্বার্থ রক্ষার আন্দোলন করা আজ ট্রেড ইউনিয়নের আন্দোলনের অন্যতম কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা- তাই রাষ্ট্রীয় পাঠকল সহ কলকারখানা রক্ষা, গনতান্ত্রিক শ্রম আইন, নায্য মজুরী ও ট্টেড ইউনিয়ন অধিকার রক্ষা সহ ৯ দফা দাবীর ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার

Share Button

Callender

July 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031