শিরোনামঃ-

» বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের কমিটি পুনর্গঠন; বাবলু সভাপতি, সেলিম সম্পাদক

প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের (বিএইচআরজেসি) কমিটি পুনর্গঠন করা হয়েছে। ফয়সল আহমদ বাবলুকে সভাপতি, আহমাদ সেলিমকে সাধারণ সম্পাদক ও ইউসুফ আলীকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জিন্দাবাজার ব্লু ওয়াটার শপিং সিটির নবম তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্বসম্মতি ক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসিরকে পদাধিকার বলে প্রথম সদস্য রাখা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি রবিকিরণ সিংহ রাজেশ, সহ-সাধারণ সম্পাদক কাউয়ুম উল্লাস, প্রকল্প বাস্তবায়ন সম্পাদক আজমল খান, নির্বাহী সদস্য- মুকিত রহমানী, সাদিকুর রহমান সাকী, মীর্জা সোহেল, অমিতা সিনহা, এটিএম তুরাব, সোহেল আহমদ পাপ্পু ।

এর আগে ফয়সল আহমদ বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।

এছাড়া আগামী এপ্রিলে সংগঠনের দুই দশক পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্তও হয়। সেইসঙ্গে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সংগ্রাম সিংহ, মুকিত রহমানী, আনন্দ সরকার, এ এইচ আরিফ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮৮ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930