শিরোনামঃ-

» স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৭. ফেব্রুয়ারি. ২০২১ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতন এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সরকারী অপচেষ্টার প্রতিবাদে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিষ্টারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে গিয়ে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শাকিল মোর্শেদ, আলী আনসার, মাসুম রাজ্জাক রুমেল, রফিকুল ইসলাম, তানভীর আহমদ চৌধুরী, খিজির হোসেন এনু, আলী আকবর খান, রশিদুল হাসান খালেদ, দেওয়ান জাকির হোসেন খান, আবু আহমদ আনসারি, মুমিনুর রহমান তানিম, দেওয়ান রেজা মজিদ, মাসুদ আহমদ কবির, আলা উদ্দিন মনাই, মালেক বক্স, জুনেল আহমদ, আজিজুর রহমান আজিজ, মো. আলী সুহেল, মালেক আহমদ, আফছর খান, ছালেক আহমদ, বুরহান উদ্দিন রাহেল, ফাহিম আহমদ চৌধুরী, রুবেল বক্স, বিমল দেবনাথ, সৈয়দ আমির আলী, ইমাম উদ্দিন, শওকত আলী জীবন, আব্দুল মনাফ, হাবিবুর রহমান, জাকির হোসেন, লুৎফুর রহমান, সেলিম আহমদ শেলু, শাওন আহমদ ইমরান, আবুল কালাম শাহেদ, শাহেদ আহমদ দিপক, হাসান মইনুদ্দিন ময়নুল, কামরুল ইসলাম, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, নুরুল ইসলাম রুহুল, জাহাঙ্গীর মিয়া, আসাদুজ্জামান, জুয়েল তালুকদার, আমজাদ হোসেন, ফারুক আহমদ, গোলাম রব্বানী, রায়হান উদ্দিন রাজু, সায়েম আহমদ রনি, রায়হান আহমদ, সাজ্জাদ হোসেন আরমান, সাইফুল ইসলাম উজ্জল, শামীম আলী, মাহমুদুল হাসান সাগর, আব্দুস সালাম, এসকে কবির, শাহিন আহমদ, তাজ উদ্দিন, ছমির গাজি, মোস্তাক আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার পরিণাম শুভ হবে না।

তিনি বলেন, দেশকে স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের হাত থেকে রক্ষা করতে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। 

এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031